শাল্লায় গরীব মানুষের পাশে পুলিশ সুপার

আরো ইসলামিক পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শাল্লায় দরিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ২৮মার্চ দুপুর ১২টায় শাল্লা থানায় বাংলাদেশ পুলিশের পক্ষে থেকে উপজেলার ১৫০জন দরিদ্র মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাহে রমজানে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদেরকে ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে শাল্লার ১৫০জন দুস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন আপনারা সব সময় আমাদের পাশে আছেন-সব বিষয়ে আমাদের সহযোগীতা করেছেন। বাংলাদেশ পুলিশও আপনাদের পাশে আছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় গরীব-দুস্তদের মাঝে ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। যদিও এটি খুবই সামান্য। তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র্য মানুষের পাশে থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ্।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২লিটার তেল, ১কেজি ছোলা ও ১কেজি চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী ছিল। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার ও নারী পুলিশসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.