দিরাই-শাল্লা প্রতিনিধি: তৌফিকুর রহমান
তাহের।
শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামে ২০বছর বয়সী নিতু দাস নামে বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহননকারিনী বড়গাঁও গ্রামের বাদল চন্দ্র দাসের মেয়ে নিতু দাস। সে পেশায় কলেজ পড়ুয়া ছাত্রী। রবিবার২৮জানুয়ারী সকাল আনুমানিক ৭ঘটকার সময় হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে যায় কি হয়েছে না বুঝে তাড়াহুড়ো করে দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে কয়েক ঘন্টা আগেই মারা গেছে বলে জানান সে সময় মৃত নিতু রানী দাসের সাথে থাকা জোগময় তালুকদার একথা আমাদের জানায়।লাশ বাড়ি নিয়ে আসলে আটগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান, স্হানীয় মেম্বার আব্দুর রাজ্জাক, রবীন্দ্র সরকার, মানসিংহ চৌধুরী মনুজ এলাকার গণ্যমান্য,বক্তিবর্গসহ অসংখ্য লোকের ভীর জমায়। এসআই পান্না একপ্রশ্নোোত্তরে বলেন,চেয়ারম্যান সাহেব মুঠোফোনে আমাকে মেয়েটি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানান।লাশ দেখতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে শাল্লা থানার ইনচার্জ মিজানুর রহমান’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে (ফোর্স)তদন্ত অফিসার পাঠাই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং মৃতের সুরতহাল রিপোর্ট করিয়া লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করি।
ময়না তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।