লালমনিরহাটে ৬০কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ, গ্রেফতার ২

আইন-অপরাধ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

লালমনিরহাটে সংবাদদাতাঃ
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬০কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যাসায়ীকে আটক করেছে। এ সময় গাঁজা পরিবহন করা একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।এ সময় ২জন মাদক ব্যাবসায়ী আটক করার পাশাপাশি একটি পিকআপ ভ্যান জব্দ করেন তারা। আটক মাদক কারবারীরা হলেন- নাটোর জেলা সদরের রামাইগাছি এলাকার আমির আলী প্রামাণিকের ছেলে জনি প্রামাণিক (২৩) ও একই এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে আশিক (২২)।

জানা যায়, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধায়নে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি গামী পাকা সড়কে অবস্থান নেন।এ সময় একটি পিকআপ ভ্যানে করে গাঁজা অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশী চালান। এ সময় পিকআপ ভ্যান থেকে ৬০কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে তাদের ২জনকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ব্যবসার কথা স্বীকার করে, তিনি আরও বলেন,আটক ২জন মাদক কারবারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।লালমনিরহাট জেলা থেকে মাদক নিয়ন্ত্রন করতে আমাদের টিম প্রতিনিয়ত কাজ করছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.