লাকসামে ৪ মুক্তিযোদ্ধার সনদ বাতিল : আলোচনায় মনিরুল আনোয়ার

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে চার মুক্তিযোদ্ধার সনদ সরকারি গেজেট থেকে বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বড়তুফা গ্রামের বালাগাত উল্লার ছেলে মনিরুল আনোয়ার (গেজেট নং ৬৭০২), বড়বিজরা গ্রামের হাবিব উল্লার ছেলে আবুল কালাম আজাদ (গেজেট নং ৬৭৭৪), পাইকপাড়া গ্রামের আলতাফ আলীর ছেলে আনামিয়া (গেজেট নং ৬৩৪৮) এবং কুন্দ্রা গ্রামের দারগ আলীর ছেলে মো. শফিকুর রহমান (গেজেট নং ৬৮১৩)।

২০২১ সালের ৩ অক্টোবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ৩৯ জন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে অভিযোগ জমা পড়ে, যেখানে লাকসামের ৩৩ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই-বাছাই করে। এতে লাকসামের অন্তত ১৪–১৫ জনকে ভুয়া হিসেবে শনাক্ত করে তাদের নামের পাশে মন্তব্য দেন তৎকালীন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পরে মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি ও ডিজিটাল সনদ প্রদানের পূর্বে ভুয়া নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। পরবর্তীতে যাচাই শেষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সকল সরকারি সুযোগ-সুবিধা স্থগিত করে এবং ২০২২ সালের ১০ মার্চ জামুকার ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মোট ৮১ জন মুক্তিযোদ্ধার নাম গেজেট থেকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে মনিরুল আনোয়ার আলোচনায় রয়েছেন বেশি। কারণ তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে জাসদ (ইনু) এর মশাল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। যদিও এলাকায় প্রচলিত জনশ্রুতি, তিনি আসলে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের হয়ে প্রার্থী হয়েছিলেন। নিজেও তিনি স্বীকার করেন যে, মন্ত্রীর শ্যালক মহব্বত আলীর চাপে প্রার্থী হতে বাধ্য হয়েছিলেন।

মনিরুল আনোয়ারের এক ছেলে বাংলাদেশ রেলওয়েতে এবং এক মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি চাকরিতে কর্মরত আছেন। তারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেহেতু তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে, সেহেতু এ নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

নিজের সনদ বাতিল হওয়া প্রসঙ্গে মনিরুল আনোয়ার বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অবৈধভাবে আমার সনদ বাতিল করেছে। এ কারণে আমি ২০২২ সালে হাইকোর্টে রিট করেছি। আমার ছেলে-মেয়েরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *