লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের নরপাটি দক্ষিণপাড়া ভূঁইয়া বাড়ির আবুল বাশারের ছেলে মোঃ ইয়াকুব ভূইয়া ও মৃত. মোস্তফা ভূইয়ার ছেলে আনোয়ার সহ গত ৩ বছর যাবৎ নিজেদের বাড়ির পুকুরে মাছ চাষ করে আসছেন।
আনোয়ার হোসেনের সাথে বনিবনা না হওয়াই আনোয়ার হোসেনের সমস্ত পাওয়া বুঝিয়ে দেওয়ার পর থেকেই শুরু হয় যত কান্ড, ৬ই জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসার কথা থাকলেও (৪ জুন) শুক্রবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় পুকুরে থাকা ২ লক্ষাধিক টাকার রেনু মাছ মারার উদ্দেশ্যে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ গুলো মেরে ফেলা হয়েছে।
পরে পুকুরের মালিক ইয়াকুব মিয়া লাকসাম থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের ১/ মৃত. নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪২), ২/ মৃত. মোখলেস মিয়ার ছেলে হাসান প্রকাশ হাসু (৪০), ৩/ মৃত. আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪৫) এবং ৪/ মৃত. মোস্তফা ভূইয়ার ছেলে আনোয়ার হোসেন (৪১)।
মাছ মারার অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, থানায় অভিযোগ হয়েছে, আমরা সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।