
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মদাফফরগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, স্থানীয় তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্প থেকে সন্ধ্যা ৬টায় মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। অভিযানে তার কাছ থেকে ৯ পিস ইয়াবাসহ অবৈধ মাদক উদ্ধার করা হয়।
পরবর্তীতে লাকসাম এ.সি. ল্যান্ড ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে সুমনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জানা যায়, তার বিরুদ্ধে আগেও মাদক মামলার ওয়ারেন্ট ছিল।
অভিযান শেষে রাত ৮টা ১০ মিনিটে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
