
লাকসাম প্রতিনিধ:
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লার লাকসামে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একজন মাদক ব্যবসায়ীর সহযোগীকে আটক করা হয়েছে। রাত ৮টার দিকে মধ্য লাকসাম ওয়ার্ড–৮ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্প, পুলিশ এবং ইউএনও’র সমন্বয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর (৪৫) কে ধরতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। তবে তার সহযোগী আরিফ (২২) ঘটনাস্থল থেকে আটক হন। এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক আরিফকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। পরে রাত ৯টা ৩০ মিনিটে তাকে এবং জব্দকৃত মাদকদ্রব্যগুলো লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
