লাকসামে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

দুইদিন ব্যাপী লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২২ লাকসাম উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ২৫টি ষ্টলে ৩০টি ডিপার্টমেন্টের অংশগ্রহণে রকমারি সাজ সজ্জায় জমে উঠেছিল মেলার প্রাঙ্গনটি।
স্কুল কলেজ, ভার্সিটি ও মাদ্রাসার ছাত্র ছাত্রী, এলাকার লোকজনের উপস্থিতিতে সরগরম ছিল মেলার প্রাঙ্গন। বিচারকদের পরিদর্শন ও বিবেচনায় মেলায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম হয়েছেন লাকসাম উপজেলা কৃষি অফিস, ২য় স্থান অর্জন করেছেন লাকসাম উপজেলা প্রাণী সম্পদ অফিস ও যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
পুরষ্কার বিতরণকালে উপস্তিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সকল ডিপার্টমেন্টকে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.