লাকসামে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

রিয়াদ ভূঁইয়া,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা লাকসামে বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৭ টায় লাকসাম সিটি রানার গ্রুপের আয়োজনে লাকসাম উপজেলা চত্বরে থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে লাকসাম বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এই প্রতিযোগিতা।

৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে লাকসাম,নাঙ্গলকোট মনোহরগঞ্জ লালমাই উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

লাকসাম সিটি রানার গ্রুপের আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ ।

প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তা জুড়ে কাজ করেছেন প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কাউচার হামিদ,সিটি রানার গ্রুপের আহবায়ক আক্তারুজ্জামান স্বপন,লাকসাম ইসলামি ব্যাংকের শাখার ম্যানেজার মোঃ ছানা উল্ল্যাহ
ভাইয়া গ্রুপের চিপ এক্সিকিউটিভ অফিসার মোঃ শহিদ উল্যাহ্,মনোহরগন্ঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সফিকুর রহমান জুয়েল।

এবারে ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন হৃদয় চৌধুরী, দ্বিতীয় মহিউদ্দিন ফাহাদ, তৃতীয় আমজাদ হোসেন, চতুর্থ দুলাল মিয়া, এবং পঞ্চম কামাল উদ্দিন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *