সেলিম চৌধুরী হীরা, লাকসাম:
কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর হাজী বাড়িতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, ৬ জুলাই ২০২৫ তারিখ রাত ১০টার দিকে স্থানীয়রা ওমর ফারুক ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তিকে গাঁজা সেবনের সময় আটক করে। খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা উদঘাটন করেন।
পরে মোবাইল কোর্ট আইন ২০০৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা এবং ধারা ৩৬ এর সারনী ২১ অনুযায়ী, অভিযুক্ত দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত গাঁজা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে লাকসাম উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।