লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
বুধবার (১ জুন) কুমিল্লার লাকসামে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৪টি গ্রুপে বিভক্ত হয়ে নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ন-২ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক শিশু বিকাশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক বিষয়ক ১০টি উদ্ভাবনী বিষয়ে মতামত, সম্ভাবনা ও সুপারিশ প্রদান করা হয়।
গভর্নেন্স ইনোভেশন ইউনিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারহানুর রহমান, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নীলুফার ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম রাকিবুল হাসান।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সেবামুলক সংস্থাপন প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।