লাকসামে পৈত্রিক ভিটে থেকে মা-ছেলেকে পিটিয়ে তাড়ানোয় সংবাদ সম্মেলন :দূর্বারবিডি

আইন-অপরাধ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ লাকসামে পৈত্রিক ভিটে-বাড়ি থেকে মা-ছেলেকে পিটিয়ে তাড়িয়ে দেয়ার এক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শ্রীয়াং গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ছেলে টিটু ভৌমিক বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মা প্রিয়াংকা রানী সরকারকে নিয়ে ২১ ডিসেম্বর দুপুরে টিটু ভৌমিক তার সদ্য মৃত পিতা হারাধন ভৌমিকের মালি বাড়িতে যায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র অন্যত্র নেয়ার চেষ্টা করলে টিটুর আত্মীয়রা বাধা দেয়। পিতৃকুলের ওই আত্মীয়দের সাথে ইতিপূর্বেও জায়গা-সম্পত্তি নিয়ে তাদের বিরোধ চলছিল। এরই জের ধরে ঐদিন পৈত্রিক সম্পত্তি থেকে টিটু ও তার মাকে বঞ্চিত করার মানষে তার পিত্রকুলের নিকটাত্মীয় শুভ চন্দ্র ধর, বাণী রানী দাস, গীতা রানী দাস, শিউলি রানী দাস, রিনু রানী দাস, শান্তি রানী দাস লাঠিসোটা, দা-ছেনী, জয়েন্ট পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মা-ছেলেকে আহত করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন টিটু। এসময় তাদের আত্মচিৎকারে একই এলাকার শফি উল্লাহ ভূঞা, সাইফুল ইসলাম, হৃদয় হোসেনসহ এলাকার লোকজন এগিয়েএসে তাদের উদ্ধার করে। পরে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়াপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে টিটু ভৌমিক আরো বলেন, আমার ২য় মা ও আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে আমার জেঠাতো ভাই-বোনসহ অন্যান্য আত্মীয়রা আমাদের উপর হামলা চালিয়েছে। উপরন্তু তারা আমাদের নামে মিথ্যা অভিযোগে আদালতে পাল্টা মামলা করেছে। আমরা আদালত ও প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বুধবার এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.