লাকসামে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লাকসামে উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) সকাল ৮টায় উপজেলা
চত্বর থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে লাকসাম বাজার, থানা রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এই প্রতিযোগিতা।

উৎসবমুখর আয়োজনে ৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা।

প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তা জুড়ে কাজ করেছেন প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার মোঃ আল- আমিন, লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এবারে ম্যারাথন প্রতিযোগিতায় অতিথিরা ৫ কিঃ মিঃ) দৌড়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্হান অধিকারী পুরুষ ও নারীদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার তুলে দেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.