লাকসামে ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মী নিহত

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মফিজুর রহমান (৭০)। তিনি রেলওয়ের সাবেক রেলকর্মী কি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে লাকসাম উপজেলার আজকরা ইউনিয়ন আমদুয়ার দক্ষিণ বাড়ীর মৃত মোখলেছুর রহমানের ছেলে।

লাকসাম রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, সকালে নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় মফিজুর রহমান রেললাইন অতিক্রম করছিল।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মফিজুর রহমান রেলওয়ে একজন কি-ম্যান হিসাবে কাজ করতেন। চাকরি থাকা অবস্থায় তিনি প্রায় দুই বছর আগে স্ট্রোক করে মানসিক ভারসাম্য ভাবে অসুস্থ হয়ে লাকসাম আমদুয়ার দক্ষিণ পাড়া নিজ বাড়িতে থাকতেন তিনি।

থানার এসআই তিনি আরও বলেন, ট্রেনে কাটা পড়া ওই কর্মচারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.