দেলোয়ার হোসেন , লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি
১৮ ই এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন এবং অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ৫ নং গোবিন্দপুর ইউপি’র ১ নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর দেড়শতাধিক নেতাকর্মী।
গতকাল সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদপুর ১ নং ওয়ার্ড পুর্ব ইউনিট, পশ্চিম ইউনিট, উত্তর ও দক্ষিণ ইউনিটের দোকানপাট – মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার মাধ্যমে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়। গোবিন্দপুর ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ফোরামের সভাপতি ও ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার সাবেক আমীর ও বর্তমান সুরা ও কর্ম পরিষদ সদস্য আবুল হাসেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ রবিউল হোসেন, সহ- সভাপতি শাহজালাল, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মোহাম্মদপুর পুর্ব ইউনিট সভাপতি :আব্দুর রশিদ, সেক্রেটারি: মহিন উদ্দিন, উত্তর ইউনিট ইউনিট সহ- সভাপতি : শাহআলম, সহ- সভাপতি :- মো: খসরু, উত্তর ইউনিট সেক্রেটারি মো: হাসানসহপ্রমুখ ।
প্রসঙ্গত, ২৮ শে এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে লাকসাম সরকারি পাইলট স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।