লাকসামে জাতীয় সমবায় দিবস পালিত

অর্থনীতি আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ নভেম্বর) লাকসামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ওইদিন সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
র‍্যালির পর পর প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম লাকসাম প্রেস ক্লাবেস সভাপতি তাবারক উল্লাহ কায়েস, চেয়ারম্যান আবদুল আউয়াল, আবদুল আউয়াল মজুমদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা শরিফ মজুঃ।
প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হক মামুনের উপস্থাপনা আলোচনা সভায়া স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া।

লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সময়বয়ীদের মাঝে বক্তব্য রাখেন, সমবায়ী ডাঃ লিটন চন্দ্র ভৌমিক, হারুনুর রোকেয়া প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ববিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.