লাকসামে চলন্ত ট্রেন থেকে মহিলা যাত্রীর চেইন ছিনতাই

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনে এক মহিলা যাত্রীর গলায় পরিহিত চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকালে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় কর্তব্যরত পুলিশ ও জনতা ধাওয়া করে ছিনতাইকারী নুরুল ইসলামকে (৩২) আটক করে। সে পৌরসভার উত্তরকুল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। ছিনতাইয়ের শিকার মহিলা যাত্রীর নাম চন্দ্রিমা বড়ুয়া। তার বাড়ি উপজেলার বাকই ইউনিয়নের মোহনপুর এলাকায়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামে যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলে চলন্ত ট্রেন থেকে ওই মহিলা যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে নুরুল ইসলাম। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামকে দুপুরে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.