সেলিম চৌধুরী হীরাঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যের আলোকে ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে লাকসাম উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে
তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে আন্ত: স্কুল ও আন্ত: কলেজ সমুহের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কর্ন চন্দ্র ভৌমিক, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জোবায়ের হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজ, আল-আমিন ইনস্টিটিউট ও লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় কলেজের ভুমিকা ছিল ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ আর স্কুলের বিষয় ছিল
জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্হসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে বিজয়ী হয় নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ও স্কুল পর্যায়ে বিজয়ী হয় আল আমিন ইনস্টিটিউট। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ।