কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসাম থানায় অন্তঃজেলার অজ্ঞান (মলম) পার্টির সাত জনকে তিনটি চোরইকৃত মিশুক (অটোরিকশা) ও একটি মোবাইল ফোন সহ আটক করেছে লাকসাম থানার পুলিশ৷
অজ্ঞান পার্টির দলনেতা কচুয়া থানার পানশাহী হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে শাহজাহান (২৬) কে লাকসাম বিজরা বাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর আরো ছয় জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷
বাকি ছয় জন হলেন, কচুয়া উপজেলার পানশাহী হাজী বাড়ির আলী আহমদের ছেলে মিজানুর রহমান (৩১), চান্দিনা উপজেলার মাধাইয়া কুরবান গাজী বাড়ির হারুন অর রশিদের ছেলে নুরুল ইসলাম (২৪), চট্টগ্রাম বাকলিয়া উপজেলার (সে বর্তমানে কুমিল্লা টমসম ব্রিজ এলাকার বাসিন্দা) মৃত নেজামের ছেলে মিজান (২৩), মুরাদনগর উপজেলার নাহাল গ্রামের কফিল উদ্দিনের বাড়ির সুরুজ মিয়ার ছেলে হানিফ (৩২), চান্দিনা উপজেলার বড়ইয়াকুরি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইসমাইল মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), একই উপজেলার নাওতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে সুমন আহমেদ (২৫)৷
সোমবার (২২ মে) লাকসাম থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানা যায়, গত ১৬ মে লাকসাম বাতাখালী গ্রামের দুলাল মিয়া নামক এক মিশুক চালক চৌদ্দগ্রাম বাজার থেকে সাত জন যাত্রী নিয়ে লাকসামের উদ্দেশ্যে রওনা হন৷ অজ্ঞান পাটির সদস্যরা যাত্রীবেশে ওই মিশুক ভাড়া নেয়৷ ওই অজ্ঞান পার্টি সদস্যরা পথের মধ্যে কৌশলে মিশুক চালক দুলাল মিয়াকে চা বিস্কুটের সাথে ক্ষতিকর ঔষধ খাইয়ে দেয় এবং চালককে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে তার কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা, মোবাইল ফোন ও মিশুকটি নিয়ে পালিয়ে যায়৷
১৭মে অচেতন অবস্থায় লোকজন তাকে দেখতে পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷
পরে ২০ মে দুলাল মিয়ার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে তথ্য সংগ্রহ করে তাদেরকে আটক করে৷
পুলিশের জিজ্ঞাসা বাদে চক্রের সদস্যরা তাদের বিভিন্ন কৌশলের কথা বর্ণনা করে৷ তারা খাবারের সাথে ক্ষতিকর ঔষধ মেশানো, অভিনব কায়দায় বোখরা পড়ে গর্ভধারণের অভিনয় করে অসুস্থতার ভান করে অটো, মিশুক সহ ছিনতাই করে আসছেন৷ দীর্ঘদিন থেকে অন্তঃজেলায় এরকম বহু ঘটনা তারা ঘটিয়েছে বলে স্বিকার করেছে৷
লাকসাম থানা প্রাঙ্গনে পুলিশের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার এডিশনাল এসপি আশফাক জামান, লাকসাম এসপি সার্কেল জাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ, থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, এস আই মাকসুদুর রহমান সহ অন্যান্যরা৷