কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ
কুমিল্লার লাকসামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনা মূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়াজনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইয়া৷
লাকসাম উপজেলা নির্বাহাী অফিসার মাহফুজা মতিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা সিইও নীলুফার ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি ফারহানুল ইসলাম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ অনেকেই ৷
কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালিন পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ এবং সার বিনা মূল্যে বিতরণ করা হয়। তার মধ্যে ৬০০ জন পেয়েছে সরিষার বিজ৷