সেলিম চৌধুরী হীরাঃ বুধবার (৯ জুন) কুমিল্লার লাকসাম পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে সর্বমোট আয় ১৭০কোটি ২৪ লাখ ১৬হাজার ৮১৩টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি ১৮ লাখ ৮হাজার টাকা। বাজেটে উদ্ধৃত ২কোটি ৬লাখ ৮হাজার ৮১৩টাকা। এছাড়াও এবার বাজেটে রাজস্ব আয় ২১কোটি ৭৯লাখ ৭৬ হাজার ৭৪০ টাকা ও রাজস্ব ব্যয় ২০কোটি ৭৯ লাখ ৫৮ হাজার। রাজস্ব উদ্ধৃত্ত ১কোটি ১৮ লাখ ৭৪০ টাকা ধরা হয়েছে।
পৌরসভা মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, সচিব আলা উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর।
বাজেট ঘোষণার পর পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের সাংবাদিক, সুশিল সমাজ ও নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।