লাইফ সাপোর্ট থেকে অনিক আর ফিরেনি; চলে গেল না ফেরার দেশে

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে আহত ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক (২৩) মারা গেছেন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২৯ জুন বৃহস্পতিবার বিকেল ৫.৩০ মিঃ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়৷ জানাজায় স্থানীয়া সরকার পল্লী উন্নয়ন ও সববায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন৷

বুধবার (২৮ জুন) রাত ৮ টার দিকে ঢাকার চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে তার মৃত্যু হয়।

লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন বলেন, ‘২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী অনিককে মারধর করলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুমিল্লা ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।’

ওই মারামারির ঘটনায় অনিকের বাবা ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন৷
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, এ ঘটনায় আরও একটি মামলা হতে পারে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.