মোশারফ হোসেন, রামগড়
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ২০২২ইং শিক্ষাবর্ষের ৪১তম ব্যাচের ২৭জন প্রশিক্ষণার্থীকে কোর্স শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৬ অক্টোবর সকাল ৯ টায় রামগড় ৪৩ বিজিবি ও যুব মহিলা সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে চৌধুরী পাড়া পুরাতন হাসপাতাল ভবনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো সহকারী পরিচালক রাজু আহমেদ ।
প্রধান অতিথি লেঃকর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশকরে বলেন রামগড় ৪৩ বিজিবি প্রতিনিয়ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার সহ বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে,ভবিষ্যতেও এসব কার্যক্রম চলমান থাকবে।
সনদ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো প্রশিক্ষক মোঃ হেলাল উদ্দীন,ডলি মার্মা সহ রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, মহিলা সমাজ উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।