রামগড়ে বাঙ্গালী পরিবারকে উচ্ছেদের চেষ্টা, মালামাল লুট

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন রামগড়
খাগড়াছড়ির রামগড়ের লালছড়ি, পূর্ব লালছড়ি, গরুকাটা, হাসুকপাড়া এলাকায় একেরপর এক বাঙ্গালীদের জায়গা জমি দখলের অংশ হিসেবে এবার কালাম সওদাগর নামে এক কৃষককে বাড়ীঘর থেকে উচ্ছেদের চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

জানাযায়, ঐ এলাকায় দীর্ঘদিন যাবত পাহাড়ের আঞ্চলিক সংগঠনের কিছু দুষ্কৃতকারী বাঙালিদের জায়গা জমি দখল করে উপজাতীয় বসতি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষক আবুল কালামকে তার পাঁচ একর জায়গায় বাগানবাড়ি থেকে উচ্ছেদের জন্য মোটা অংকের চাঁদা চেয়েছিল, তাঁর বাগানবাড়ি থেকে গরু ছাগল চুরি করিয়েছিল, ফলন্ত গাছগাছালি কেটে ফেলা হয়েছিল। এতকিছু করার পরও কালাম নিজ জায়গা ছেড়ে যায়নি। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারী তার বাগান থেকে পানির পাম্প মেশিনটিও নিয়ে যায় সন্ত্রাসীরা।

কালাম জানায়, পাম্পটি নিয়ে যাওয়ার পর তিনি বিষয়টি খাগড়াবিল বিজিবি ক্যাম্পকে অবহিত করেন। বিজিবিকে জানানোর কারনে সন্ত্রাসীরা তাকেসহ অন্যদের ফাঁসানোর জন্য পাশ্ববর্তী একটি উপজাতীয় ঘরে আগুন লাগানোর মিথ্যা নাটক সাজিয়ে বিজিবিকে অভিযোগ দেন। বিজিবি ও এলাকাবাসী সরেজমিনে গিয়ে এর কোন সত্যতা পাননি। পরে ১৩ ফেব্রুয়ারী রাতে তার বাড়ী ভাংচুর করেন। বর্তমানে তিনিসহ ঐ এলাকার লেকজন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। 

এদিকে বাঙ্গালী পরিবার উচ্ছেদ চেষ্টার ঘটনা ও গ্রামবাসীকে হয়রানির বিষয়ে নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর কমিটি। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন যাবত ঐ এলাকা থেকে বাঙালি পরিবারগুলিকে ভয়ভীতি প্রদর্শন করে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। তারা ঐ এলাকার জনগণের নিরাপত্তায় একটি সেনা অথবা বিজিবি ক্যাম্প স্থাপনের দাবী জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.