মোশারফ হোসেন রামগড়
পাহাড়ের সেরা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ঝাকঝমক ভাবে উদ্বোধন করা হয়েছে।
জাতীয়তাবাদী ফোরাম উপজেলা শাখার আয়োজনে ও রামগড় বিএনপি পরিবারের সার্বিক সহযোগিতায়,
২৯ নবেম্বর শুক্রবার বিকেল ২.৩০ টায় উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সাংসদ খাগড়াছড়ি জেলা বিএনপি’র ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনি সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি জসিম উদদীন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন হারুন প্রসুখ।
উদ্বোধনীয় ম্যাচে অংশগ্রহণ করে রামগড়ের বল্টুরাম একাদশ ও নোয়াখালীর কবিরহাট ক্লাব।
উদ্বোধনীয় ম্যাচে রামগড় বল্টুরাম একাদশের সাথে ২-০ গোলে জিতেছে কবির হাট ক্লাব নোয়াখালী। খেলায় ম্যান অফ”দা ম্যাচ হিসেবে প্রধান অতিথি হতে পুরস্কার গ্রহন করে কবির হাট ক্লাবের খেলোয়াড় সাকির আহমেদ।