রামগড়ে একটি ফার্মেসী হতে ৪ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন রামগড়
খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার সোনাইপুল বাজারের জননী মেডিকেল হল হতে রামগড় ইউএনও কাজী শামিমের মোবাইল কোর্ট মেয়াদোত্তীর্ণ ৪ লক্ষ টাকার ওষুধ জব্দ করেছে।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ফার্মেসীর মালিক নুর হোসেন সোহাগ কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে এবং ফার্মেসীটি ২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
৮ আগস্ট সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এ ওষুধ জব্দ করেন, অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সাংবাদিকদের বলেন, ‘জননী ফার্মেসীর মালিক নুর হোসেন সোহাগের ফার্মেসীতে অভিযান চালিয়ে এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সেখানে ৬-৭ বছর পূর্বের মেয়াদোত্তীর্ণ প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *