রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তরজাতীক আন্তর্জাতিক পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আনিছুর রহমান আনাছ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সারাদেশের ন্যায় রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। গতরাত ১২ টা ১মিনিটে শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বরণ করা হয় বাংলা ভাষার জন্য যারা জীবন বলিদান দিয়েছেন। স্বরণ করা হয় জব্বার,বরকাত,সালাম,রফিক। রাজারহাট উপজেলা প্রশাসনের শহীদমিনারে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন সহ পুষ্প অর্পণ করা হয়। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি সকাল ১১ঃ০০ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,ভূমি কর্মকর্তা আকলিমা বেগম,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,
চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। উল্লেখ্যঃ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.