রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে নিঃস্ব সেই পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

আরো ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
আগুনে পুড়ে যাওয়া সেই রানী আক্তারের পরিবারের পাশে দাঁড়ালেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে আগুনে পুড়ে সেই সর্বশান্ত হওয়া পরিবার রানী আক্তারের হাতে নিজ তহবিল থেকে তুলে দেন নগদ ১০ হাজার টাকা। সেই সাথে আশ্বাস দেন সরকারি ভাবে আর্থিক সহযোগিতা সহ একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইরাস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।

উল্লেখ্য গত শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট-ভাকলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড চর আন্ধার মানিক গ্রাম এলাকার মো. রফিক শেখ ও তার মেয়ে রানী আক্তারের টিনশেডের বসত বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রানী আক্তারের গোয়াল ঘরে থাকা ৩ টি ছাগল, হাঁস-মুরগি ও নগদ ২ লক্ষাধিক টাকা, ৩থেকে সাড়ে ৩ ভরি নিজের ব্যবহত স্বর্নালংকার সহ ঘরে থাকা সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে রানী ও তার বাবার আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকা।

এ ঘটনায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ঐ দিনই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিজ তহবিল থেকে ১ বস্তা চাল ও ১ হাজার টাকা তুলে দেন। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব পরবর্তীতে সরকারিভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াবেন তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.