রাজবাড়ী সংবাদদাতাঃ
পৃথক অভিযানে ৭ হাজার ২৫ পিস ইয়াবা ও ২ শ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ।
সোমবার (০৪ জুলাই) দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।
ইয়াবাসহ আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. সহিদ ডাক্তারের ছেলে মনির হোসেন (২৫) ও একই এলাকার সালাম মোল্লার ছেলে মো. নজরুল মোল্লা (২২)।
ফেনসিডিলসহ আটককৃতরা হলো, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের নুরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম(২০) ও একই উপজেলার উত্তর বাটিনা গ্রামের মো. নুরুর ছেলে জীবন আলী (২০)।
রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় গত রোববার দিনগত রাত সোয়া তিনটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। মাদক কারবারি মনিরের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানায় অপর প্রেস বিজ্ঞপ্তিতে সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জেলা শহরের বড়পুল এলাকায় বিআরটিসির একটি বাসে তল্লাসি চালিয়ে ২শ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এসময় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান সাইদুর রহমান প্রমূখ।