রাজবাড়ী সংবাদদাতাঃ
বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেলসহ মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখকে (৩৫) আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।
সে পাবনা জেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লা পাড়ায় বসবাস করছিল।
বুধবার (২২জুন) দুপুরে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় ডিবির এস.আই নিজাম উদ্দিন মোল্যা, এস.আই জাহাঙ্গীর মাতুব্বর, এ.এস.আই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে পার্ভেজের মুদি দোকানের পাশে পাঁকা রাস্তার উপর থেকে একটি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি পালসার মোটরসাইকেলসহ মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখকে আটক করা হয়। আটককৃত শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু (বিপিএম,পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআই ওয়ান সাইদুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস প্রমূখ।