রাঙ্গামাটিতে বিশ্ব তামাক মুক্ত দিবস

চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
মঙ্গলবার সকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ এ স্লোগানে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জেন বিপাশ খীসা,নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু,প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশেরও ব্যপক ক্ষতি করে তামাক। দেশে হাজার কোটি টাকার তামাক ক্রয় করা হয়, একই সাথে তামাক সেবনের কারনে যে রোগ হয় তার চিকিৎসারর জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগীতা কামনা করেন।
এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বিশ্ব তামাক মুক্ত দিবসের র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.