রাউজানে উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে ভোগরতি কীর্তন অনুষ্ঠিত

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহাসমারোহে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। মহাকালের মহাযোগেশ্বর, পরম স্রষ্টা, পরম আত্মা, পূজ্যপাদ মহাযোগী যোগাচার্য শ্রীমৎ স্বামী ওঁকারনাথ ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণা ও আশীর্বাদে আয়োজিত এ মহোৎসবে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত, মহাত্মা ও সন্ন্যাসীবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বাবার সমাধি মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সাধকবৃন্দসহ নববারদী কৈলাস ধাম, জয় বাবা লোকনাথ কৃপা সংঘ, উত্তর গুজরা ঠাকুর বাড়ি ও আশপাশের এলাকার অসংখ্য ভক্ত একত্রিত হয়ে রাজভোগ নিবেদন, লোকনাথ বাবার ভোগরতি, পূজা-অর্চনা, কীর্তন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। সমবেত ভক্তদের প্রার্থনায় প্রতিধ্বনিত হয় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারদী কৈলাস ধামের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রী বাবলা (সাধু) পৌরহিত্য অসীম চক্রবর্ত্তী,সহ স্থানীয় বিশিষ্ট ভক্ত ও সংগঠক বিজয় বিশ্বাস, ডাঃ রনজিত বিশ্বাস, নির্মল বিশ্বাস,লিটন কর,রবিন্দ্র সরকার,কাঞ্চন বিশ্বাস,অরুন বিশ্বাস, তাপসী বিশ্বাস, সঞ্চয় বিশ্বাস, গীতাপাঠক সুবল শীল, নিউটন দত্ত,বিষু বিশ্বাস,বিশ্বজিত বিশ্বাস, হৃদয় বিশ্বাস, সাগর শীল,রাজ বিশ্বাস,অজয় বিশ্বাস সহ অনন্য সকল সদস্য বৃন্দ।

আয়োজকরা জানান, ভক্ত-শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণই বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকা শক্তি। তাদের প্রত্যাশা, পূজার আধ্যাত্মিক শক্তি ও ভক্তদের সমবেত প্রার্থনা মানবকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে।

হাজারো নারী-পুরুষ ভক্তের অংশগ্রহণে নববারদী কৈলাস ধাম রূপ নেয় এক মহামিলনমেলায়। দিনভর উৎসবমুখর এ আয়োজনে ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *