যেখান রয়েছে আঁধার

কুমিল্লা চট্টগ্রাম বিনোদন শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

মানুষের মাঝে মানুষের বসবাস
শত্রুও হয় তারা।
শত্রু মিত্রু এক সাথে মিশিয়া
জগৎ দিয়ে যায় পাহারা।

সৃষ্টি থেকে বনে জংগলে বসবাস
আবাসন করিয়াছে স্হলে।
এখনো আদিরা বসবাস করেছে
গভীর ঝোঁপ জংগলে।

একের পর এক গোষ্ঠীর বিচরণে
জগৎ হইয়াছে নুর।
আবার চলেগেছে না বলে ঘোরে
অনন্তের বহুদূর।

প্রজন্ম রাখিয়াছে পাহারায় ধরায়
জগতের পাহারাদার।
প্রকৃতি রাখিয়াছে আপন কোলেতে
এই হুকুমটি কার?

চিরস্থায়ী থাকার কোন সুযোগ নাই
ফিরে যেতে হয় সবার।
অালো থেকে নিজেই নিয়ে যায়।
যেখানে রয়েছে আঁধার।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.