যশোর সংবাদদাতাঃ
যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের ক্লিনিক ও বাড়ির সোয়ারেজ লাইনের পানি থেকে ভৈরব নদকে দূষণমুক্ত করার জন্য ড্রেন নির্মাণ কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড যশোর অফিসের উদ্যোগে ভৈরবের বাইপাস সড়কের ধারে ৩শ’ মিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেন নির্মাণ ও সৌন্দর্য্য বর্ধণসহ অন্যান্য কাজে কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, ২০১৯ সালে ভৈরবে শহর অংশের খনন কাজ শুরু করা হয়। ঘোপ নওয়াপাড়া রোডের ক্লিনিক ও বাড়ির সোয়ারেজ লাইনের পানি ভৈরবে যাওয়ার কারণে খনন কাজের বিঘ্নিত ঘটছিল। পরবর্তী ভৈরবের বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর সময় পানি উন্নয়ন বোর্ড জানতে পারে ভৈরবের দড়াটানা অংশে অধিকাংশ ক্লিনিকের সেপ্টিট্যাংক নির্মাণ করা হয়েছে। সেপ্টিক ট্যাংকের পাইপ লাইন করা আছে ভৈরবের দিকে। ওই লাইন দিয়ে সেপ্টিক ট্যাংকের পানি প্রবেশ করতো ভৈরবে। বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হলে ক্লিনিক মালিকদের তাদের সেপ্টিক ট্যাংক অপসারণের জন্য চিঠি দেয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভার পর পানি উন্নয়ন বোর্ড পরিকল্পনা করে ড্রেন নির্মাণ কাজ শুরু করে। মে মাস থেকে বাইপাস সড়কের ধারে ৩শ’ মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ড্রেনটি এমন ভাবে নির্মাণ করা হচ্ছে সোয়ারেজ লাইনের পানি ড্রেনে গিয়ে পড়বে। সেখান থেকে নিষ্কাশন হয়ে পড়বে ভৈরবে। তখন ভৈরবের পানি দুষিত হবে না। আগামী জুলাই কিংবা আগস্ট মাসে কাজ শেষ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান জানান, ভৈরব নদকে দূষণ মুক্ত করার জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। সোয়ারেজ লাইনের পানি আর সরাসরি ভৈরবে গিয়ে পড়বে না। অনেক বাড়ি ও ক্লিনিকের সেপ্টিকট্যাংকের পানি পাইপের সাহায্যে সরাসরি ভৈরব নদে পড়তো। এখন থেকে সেটি হবে না। পানি আগে ড্রেনে গিয়ে সেখান থেকে নিষ্কাশন হয়ে ভৈরবে পড়বে। ড্রেন নির্মাণের পর সৌন্দর্য্য বর্ধনসহ অন্যান্য কাজ করা হবে। এর ফলে কিছুটা হলেও ভৈরব নদের পানি দূষণমুক্ত থাক