যথাযথ মর্যাদায় সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
আজ ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্য জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম,
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনমুল কবির ইমন, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সোয়া দশটায় সুনামগঞ্জ কালেক্টরেট চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন, সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ। সকাল ১১ টায় করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য সোনালী ব্যাংক লিমিটেড, সুনামগঞ্জ শাখা হতে অসহায়, দুঃস্ত সুবিধাভোগীদের মধ্য হতে ৮৮ জন সুবিধাভোগীর মধ্যে =১,৭৬,০০০/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা বিতরণ করা হয়। সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সরকারী, বেসরকারী অফিস ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.