ময়মনসিংহে আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

আরো তথ্য প্রযুক্তি ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

ময়মনসিংহ সংবাদদাতাঃ
বুধবার (২২ জুন) সকালে নগরীর রহমতপুর, কিসমত এলাকায় ময়মনসিংহ জেলার আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য ” বেগম মনিরা সুলতানা এমপি,ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হর টিটু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু৷
সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এনএম জিয়াউল আলম পিএএ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাই-টেক পার্ক বিকর্ণ কুমার ঘোষ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মো: শফিকুর রেজা বিশ্বাস, মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি ময়মনসিংহ র‍েন্জ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.