মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শনিবার থেকে শুরু করেছেন।
শুক্রবার (১ এপ্রিল) রাতে তারা তারাবির নামাজ পড়েছেন এবং শনিবার ভোররাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করে ইফতার করেছেন।
জানা গেছে, মৌলভীবাজার শহরের সার্কিট হউসের পেছনের একটি জায়গায় স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত আবদুল মাওফিক নামে একজনের খানকা রয়েছে। তিনি ও তার অনুসারীরা বেশ কয়েক বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেন এবং দুই ঈদের জামাত আদায় করেন।
আবদুল মাওফিকের অনুসারীরা জানান, শুক্রবার রাত ১১টার পর তারা ঘরোয়াভাবে তারাবির নামাজ আদায় করেছেন।
মসজিদে জামাতের সঙ্গে এই নামাজ পড়া হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তারা জানান, নির্ধারিত সময় এশার নামাজ আদায়ের প্রায় আড়াই ঘণ্টা পর রমজান পালন করার সংবাদ পান তারা। ফলে এই মতের অনুসারীরা প্রত্যেকে ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেছেন এবং ভোররাতে সেহরি খেয়ে শনিবার সারাদিন পবিত্র রোজা রেখে ইফতার করেছেন।