মোংলা সংবাদদাতাঃ মোংলায় অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই এমন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক সিলগালা করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এ অভিযান পরিচালনা করে এগুলো সিলগালা করে দেন।
এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। এখনও এ অভিযান চলমান রয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সাথে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকবুল হাসানসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা করে দেয়া হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে, একটিও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বাকী থাকা পর্যন্ত এ অভিযান চলবে।