মতলব উত্তর সংবাদদাতাঃ
শুক্রবার ২২ জুলাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনার কক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন (মুইয়্যা)’র বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা দ্যা সেলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য দেন মুইয়্যার সিনিয়র উপদেষ্টা যথাক্রমে ঢালী কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. রফিক উদ্দিন ঢালী, বেক্সিমকো কনস্ট্রাকশনের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শরীফ ওবায়েদ উল্লাহ, ইনডেক্স কনস্ট্রাকশনের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ফনী ভুষণ দেবনাথ, গিলডানের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ জীবন।
মুইয়্যার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান সুমনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালীর সঞ্চালনায় সংগঠনের বিগত বছরের কার্যাবলি নিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন খান।
এসময় আরও বক্তব্য রাখেন মুইয়্যার সদস্য দৈনিক সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, ফরাজীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফেরদাউস আলম, মুইয়্যার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার কামাল, সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, দেওয়ান আইসিটি’র সিইও ইঞ্জিনিয়ার জুলহাস আহমেদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সহ অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আল সাইদি, গঠনতন্ত্র প্রনয়নের সংশোধনের জন্য উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম।
এসময় ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন (মুইয়্যা)’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ মতলব উত্তরের শতাধিক ইঞ্জিনিয়ারগণ উপস্থিত ছিলেন।