লাকসাম প্রতিনিধি :
লাকসাম উপজেলার ৫নং গৌবিন্দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতঘর-ইছাপুরা গ্রামের হতদরিদ্র মনিরুল ইসলামের বড় মেয়ে মিতু ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যু পথযাত্রী। সে ইছাপুরা কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী।
মেধাবী ছাত্রী মিতুর পরিবার এলাকার সকলের সহায়তায় ঢাকা স্কয়ার হাসপাতালে ভারতের চিকিৎসক ডাঃ এ.আর চক্রবর্তীর তত্বাবধায়নে এম.আর.আই করে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হন। জটিল এই রোগে বর্তমানে মিতু ডান চোখ হারিয়ে ফেলেছে এবং বাম চোখ হারানোর পথে। দক্ষিণ এশিয়ার সুনামধন্য চিকিৎসক ডাঃ এ.আর চক্রবর্তী মিতুর পিতা-মাতার অসহায়ত্বের কথা চিন্তা করে মাদ্রাজের পরিবর্তে বাংলাদেশ তার চিকিৎসা করবেন বলে মতামত দেন। এতে প্রায় ৫,৫০,০০০/ (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) খরচ ধরা হয়েছে। যাহা মিতুর হতদরিদ্র পিতা মনিরুল ইসলামের পক্ষে ব্যায়বার মিটানো অসম্ভব।
এমতাবস্থায় হতদরিদ্র পিতার আদরের সন্তানকে বাঁচাতে সমাজের দানশীল, মানবিক ব্যক্তি ও দেশের সবার কাছে সাহায্য কামনা করছেন।