মাত্র ১০ টাকার জন্য নাঙ্গলকোটে গৃহবধূকে হত্যা; গ্রেপ্তার ২ নারী

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের সৈয়দ আলী ভূঁইয়া বাড়ীতে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম দেওয়ায় জহুরা বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় আদ্রা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত জহুরা বেগম মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নের মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী ও আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের সফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার ও সেলিনা আক্তার।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে খুরশিদা বেগম একটি থ্রি পিস সেলাইয়ের জন্য সুমিকে দেন। বৃহস্পতিবার সন্ধায় ওই থ্রি পিস আনতে গেলে সুমি ১০০ টাকা দাবি করলে খুরশিদা বেগম ৯০ টাকা দেয়। ১০ টাকা কম দেয়া নিয়ে সুমির সাথে কথা কাটাকাটি হয়। পরে সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোন জামাই জলিল তাকে মারধর করেন। জহুরা আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে। জহুরা তার বাবার ঘরের সামনে গেলে পেছন থেকে তার চাচাতো বোন জামাই জলিল ঝাপটে ধরে লাথি মারে। এ সময় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে জহুরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাথেরপেটুয়া ভূঁইয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় এজহার ভক্ত ২ নারী আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.