মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ইসলামিক ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

জামালপুর সংবাদদাতাঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী খান, মাওলানা হারুন, মাওলানা আবুল কাশেম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা মেরাজুল রহমান পীর সাহেব, মাওলানা হাসান আলী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি জাকারিয়া, মাওলানা মাসউদ হোসাইন, মাওলানা আলী আকবর, মাওলানা মোফাজ্জল হোসাইন, মুফতি আবু ইউসুফ, মুফতি আবুল হোসাইন, মাওলানা আলাউদ্দীন, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম, ডা. সৈয়দ ইউনুস আহমদ, মাওলানা নোমান, মাওলানা আবু বক্কর হিনহাজুল উলুম, মাওলানা সুলতান মাহমুদ সিরাজী ও মুফতি আবু সাঈদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন মহানবীকে নিয়ে কটুক্তিকারী বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরো বলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হযরত মুহাম্মদ হাসান আলী।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *