মনোহরগঞ্জের হাসনাবাদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দুস্থ, অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথাযথ স্বাস্থবিধি মেনে চাল বিতরণ করেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
হাসনাবাদ ইউনিয়নের ৬৫১ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই হাসনাবাদ ইউনিয়নের ৪২৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, লবন ও ২টি করে সাবান দেয়া হয়েছে।
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, ‘হাসনাবাদের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং চলমান লকডাউনে কর্মহীন ব্যাক্তিদের তালিকা তৈরী করে আমরা তাদের বাড়িতে সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শেখ হাসিনার সরকার, গরীবের সরকার।’


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.