মনোহরগঞ্জে টাস্কফোর্স অভিযানে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

আইন-অপরাধ আরো কুমিল্লা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৯৮০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় মনোহরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসানের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে মনোহরগঞ্জ উপজেলার চৌরাইশ গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৯৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ দশ হাজার টাকা সহ চৌরাইশ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
এই সময় টাস্কফোর্স অভিযানে পরিদশর্ক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা সহ অন্যান্য বিভাগীয় সদস্য ও মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত নজরুল ইসলামের বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। পরদিন তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.