মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ অহিদুল আলম ইসলামীয়া দারুল কোরআন ও এতিমখানা মাদরাসার ছাদ থেকে নুরানি বিভাগের তাহমিদ নামের (০৯) এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাহমিদ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বানসা তরফদার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৪ এপ্রিল সকাল বেলায় তাহমিদ ক্লাসে অনুপস্থিত থাকায় ছাত্ররা তাকে খুঁজতে গিয়ে ছাদে লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে জানালে লাকসাম সার্কেল অফিসার সুমেন মজুমদার মনোহরগঞ্জ থানার এসআই প্রবীণসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
লাকসাম সার্কেল অফিসার বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি অস্বাভাবিক মৃত্যু, ময়না তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে তাহমিদের বাবা মাইন উদ্দিন বলেন, আমার ছেলেকে গতকাল তার মা মাদরাসায় দিয়ে যায়। সকালে মাদরাসার এক হুজুর ফোন করে মাদরাসায় জরুরি ভাবে আসতে বলেন। এসে দেখি ছেলের লাশ। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। তিনি আরো বলেন আমি গরিব মানুষ, আমার একমাত্র ছেলে আলেম হতে চেয়েছে আমি তাকে আলেম বানাতে চেয়েছি কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
