হাজী কাজী নজরুলঃ
আজ রাতের আকাশ
মেঘ আঁধার কালো
বিজলী চমকানো রাতে।
শীতল বায়ে ঘুম আসার
কোন ভরসা নেই-
থাকি থাকি বজ্র হাঁকে।
কিছুক্ষণ পর বাতাসের
সাথে মিশিয়া ঝরে
বৃষ্টির ঘন ফোটা ফোটা।
আর কি দেরী, বিদ্যুৎ বন্ধ
বলবে দিয়েছি খোটা।
ঘন বৃক্ষের আমাদের গাঁ
বিজলীর দুশমন।
বৃষ্টি দেখলে দৌড়ে পালায়
এটাই মুল কারন