মতলব প্রতিনিধি: ভূমি অফিসে না ভূমি সেবা গ্রহণ করুন, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রোববার (২২ মে) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী বের করা হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ ও ভূমি অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী।
এসময় ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটালাইজড। তার ধারাবাহিকতায় দেশের ভূমি সেবাও এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তাই মানুষ এখন আর ভূমি অফিসে আসতে হবে না। সকল সেবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন।
তিনিও বলেন, এক সময় ভূমি অফিসে সেবা নিতে এসে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন আর এই দৃশ্য দেখতে হবে না। সরকারের ডিজিটাল সেবার মাধ্যমে সকল ধরনের ঘুষ দুর্নীতি ও ভোগান্তির অবসান ঘটেছে। তাই আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।