ভারত থেকে আসা যাত্রীর ব্লেন্ডারে মিললো ৯০ হাজার ডলার

অর্থনীতি আইন-অপরাধ আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থিত বিজিবির স্ক্যানার রুমে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর একটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার ডলার আটক করেছে বিজিবি। আটক মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) সকালে ওই পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পেরিয়ে বিজিবির স্ক্যানার মেশিন রুমে এলে লাগেজ তল্লাশিকালে ব্লেন্ডার মেশিনর মধ্য থেকে ৯০ হাজার ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ পাঁচ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, বুধবার সকালে গোপন সংবাদে জানতে পারেন, এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল সংখ্যক ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেয়। এ সময় ওই যাত্রী ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থিত বিজিবি ক্যাম্পের স্ক্যানার মেশিন রুমে এলে তার সঙ্গে থাকা একটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করা হয়। এ সময় তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯০ হাজার ডলার পাওয়া যায়। তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক আহমেদ হাসান জামিল জানান, তাকে মামলা দিয়ে উদ্ধার করা ডলারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.