মোঃ রেদওয়ানুর হক শুভ, ,ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৮ জন শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৩ জন করে মোট ১৮ জন শিক্ষকের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ৩টার সময় জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সম্মাননা দেওয়া হয়। গবেষণা ও সম্প্রসারণ অফিস এ উদ্যোগ নেন।
গবেষণা প্রবন্ধের উপর যারা সম্মাননা পেয়েছেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ড.মো. মঞ্জুর আহমেদ,ড. ধীমান কুমার রায় ও মো. আব্দুল্লাহ সালমান।জীববিজ্ঞান অনুষদের ড. এ টি এম রফিকুল ইসলাম,সাবেক প্রক্টর ড.সুব্রত কুমার দাস ও তাসনিম যেরিন।ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ আল মাসুদ,ড.মল্লিকা সাহা ও ড. মোঃ সোহেল চৌধুরী।সামাজিক বিজ্ঞান অনুষদের অপূর্ব রায়, মো. সাদেকুর রহমান ও ড. ইসরাত জাহান।আইন অনুষদের মো. সাদেকুর রহমান, সরদার কায়সার আহমেদ ও আলমগীর হোসেন।কলা ও মানবিক অনুষদ থেকে টুম্পা সাহা ও খাদিজা আক্তার।
জানুয়ারি ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের গবেষণার মান বৃদ্ধিপাবে,একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম বৃদ্ধিতে সক্ষম হবে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।