তৌফিকুর রহমান দিরাই-শাল্লা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা উপজেলায় বৈরী আবহাওয়ায় ২দিনের টানা বৃষ্টির কারনে ও ভেজাল বীজের খপ্পরে পড়ে চলতি বোরো ধান মৌসুমে চাষীদের বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায়, অনেক কৃষক।শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন এর আটগাঁও গ্রামের জনাব, মুসলিম মিয়া,জানান,শ্যামারচর বাজার থেকে হাইব্রিড ৪০কেজি ধান আনলেও একটি ধানেও( ঘেরা) বীজ আসেনি তিনি আরো বলেন, আমার মতো অনেক মানুষই এর রকম ভোগান্তির স্বীকার।ব্যাবসীদের কাছে ধানের কথা বললে, উনারা বলেন, আমরা এখন কি করবো? আমরা ধানের ভিতর দেখিনি।আবার ধান নিয়ে যান, নতূন করে বীজতলা তৈরি করেন। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন সুনামগঞ্জ জেলা দিরাই-শাল্লার বোরো কৃষকেরা। বোরো ধানের আবাদের জন্য বীজতলা তৈরি করে প্রকৃতির২দিনের তান্ডবলীলায় ও আবহাওয়া বৈরীতায় নষ্ট হয়ে গেছে তাদের অনেকাংশ বীজতলার চারা। ফলে আবারও স্বপ্ন ভঙ্গ বোরো চাষীদের।নতূন করে বীজতলা তৈরি করেছে অনেকেই ।প্রকৃতিক বিপর্যয়ে বোরো আবাদ নিয়ে সাময়িক হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন এ সব কৃষকেরা। নবী হুসেন মীর বলেন,২দিনের বৃষ্টিতে অনেকের যেমন ক্ষতি হয়েছে আবার কিছু অংশ কৃষকের লাভও হয়েছে তবে ওদের সংখ্যা খুব নগন্য।
বাংলা পৌষ মাসের প্রথমেই শুরু হয় এলাকায় পুরোদমে বোরো ধানের চারা রোপণের মৌসুম। কিন্তু এবছর জমি এবং বীজতলাআ শুকিয়ে গেছে একই সাথে।যার জন্য কৃষকদের অনেকটাই ভোগান্তির স্বীকার হচ্ছে।
শাল্লা উপজেলার উপ-সহকারী কৃষিকর্মকর্তা ভিবোতুষ চৌধুরী জানান, বৃষ্টির কয়েকদিন আগে যার ধান ধান বাইন করছে ওদের তেমন ক্ষতি হবে না। যারা,বৃষ্টির আগেরদিন বাইন করছে তাদের অনেকটা ক্ষতির আশংকা আছে।
তবে তেমন ক্ষতি হবে না বলে জানান তিনি।